দাদির মৃত্যুতে ভেঙে পড়লেন 'অনুরাগের ছোঁয়া'র 'মিশকা' অহনা দত্ত। তবে চেষ্টা করেও দাদিকে শেষবার দেখতে না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের ওপর ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।
অহনা এবং দীপঙ্করের বিয়েকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি হয় মা-মেয়ের মধ্যে। দীপঙ্করের সঙ্গে অহনার প্রেম বা বিয়ে কোনওটাই মেনে নিতে পারেননি অহনার মা চাঁদনী। দাদির মৃত্যুকে কেন্দ্র করে ফের শুরু সেই বিতর্ক।
একদিকে চাঁদনী লেখেন, ‘যে যন্ত্রনা নিয়ে তুমি চলে গেলে এই যন্ত্রনা নিয়েই তিলে তিলে বাঁচব। কারণ আমি নিশ্চয়ই খুব পাপ করেছি তা না হলে বিনা কারণে বাঁচতে হতো না।’
নাতনিকে না দেখতে পাওয়ার যন্ত্রণার কথাই এখানে বোঝাতে চেয়েছেন অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। তবে পুরো অন্য সুর শোনা গেছে অহনার কথায়। দাদিকে শেষবার দেখতে না পাওয়ার কারণ হিসেবে নিজের মাকেই দায়ী করেছেন তিনি।
মায়ের বিরুদ্ধে অহনা লিখেছেন, ‘দাদির সঙ্গে শেষ কথা হয়েছিল তিনদিন আগে, তবে শুটিংয়ে ব্যস্ত ছিলাম বলে খুব বেশি কথা হয়নি। আগের রোববার শরীর হালকা খারাপ ছিল, তখন সে বললো- মাঝে মাঝে অক্সিজেন লাগছে, একটাই ইচ্ছে ছিল আমার সঙ্গে দেখা করার, একদিন ফোনে বলল লুকিয়ে রেস্টুরেন্টে দেখা করবি?একটু পার্টি করব! তবুও একজন মানুষের দিনের পর দিন থ্রেটের জন্য তুমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রয়ে গেলে।’
তিনি জানান, প্রায় এক ঘণ্টা দরজার সামনে দাঁড়িয়ে হাত জোর করে কান্নাকাটি করেও দাদির শেষ দেখা পাননি। তার মা নাকি দাদুকে হুমকি দিয়েছিলেন, যদি অহনা আসে তাহলে তিনি আত্মহত্যা করবেন।
দাদিকে শেষবারের মতো না দেখতে পেয়ে অহনা জানান, এই সবকিছুর জন্য তার মা দায়ী। মায়ের জন্যই আজ সবার থেকে আলাদা হয়ে গিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্ষোভ উগড়ে দিয়ে ফের মা-মেয়ের দ্বন্দ্ব তুলে ধরলেন অহনা।