রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন প্রীতি?

বিজেপির কারণে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার ১৮ কোটি রুপির ঋণ মওকুফ করেছেন— সম্প্রতি ‘কংগ্রেস কেরালা’ নামে এক এক্স হ্যান্ডেল থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়।

একই সঙ্গে তাকে বাক্যবাণে বিঁধেছেন ক্রিকেটার বিরাট কোহলির এক অনুরাগী। সমাজমাধ্যমে তার দাবি, অভিনেত্রী বিরাটের নাম করে একটু বেশিই বলছেন। নিজের ওজন বুঝে কথা বলা উচিত!

অনেক দিন পর ‘লাহোর ১৯৪৭’ ছবি দিয়ে পর্দায় ফিরছেন প্রীতি।

তার আগে সমাজমাধ্যমে তাকে নিয়ে এসব আক্রমণে প্রীতি কি মানসিকভাবে বিপর্যস্ত? কী পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি? আপাতত এই প্রশ্ন ঘুরছে বলিউডের অন্দরে।

যদিও অভিনেত্রী চুপ নেই। সমাজমাধ্যমে মতপ্রকাশ করছেন। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে কথোপকথনে যোগ দেন তিনি।

সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করার পরিকল্পনা করছেন? উত্তরে প্রীতি নিরপেক্ষ অবস্থান বজায় রেখে বলেন, “অকারণে কাউকে অপমান করার পক্ষপাতী নই। কারণ, রাহুল গান্ধী সরাসরি আমাকে কিছু বলেননি বা সমাজমাধ্যমে লেখেননি। তার দল সমাজমাধ্যমে এই ধরনের বক্তব্য রেখেছে। অন্য কারও কাজের জন্য তিনি দায়ী নন।

আমি সমস্যার সরাসরি মোকাবিলায় বিশ্বাসী, ছায়াযুদ্ধে নয়।”

তিনি আরও যোগ করেন, “রাহুল গান্ধীর সঙ্গে কোনও সমস্যা নেই। তাকে শান্তিতে থাকতে দিন। আমিও শান্তিতে থাকি।” পাশাপাশি এ-ও জানান, সমাজমাধ্যমে তার কোনও অ্যাকাউন্ট কোনও রাজনৈতিক দল পরিচালনা করে না।
নিজের অ্যাকাউন্ট তিনি নিজেই সামলান। তার বিরুদ্ধে অপপ্রচার চলছে। সম্পূর্ণ ভুয়া খবর ছড়ানো হচ্ছে।

রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসার সঙ্গে সমালোচনার মুখে পড়েছে তার পেশাজীবনও। বিরাট কোহলির অনুরাগী হিসাবে পরিচিত জনৈক নেটাগরিক সমাজমাধ্যমে লেখেন, “মুখের যা অবস্থা তাতে ‘লাহোর ১৯৪৭’ ছবিতে সুযোগ পাওয়ার কথা নয়। খুশি করে এই কাজ পেয়েছেন জিনতা!”

নেটাগরিকের এক্স হ্যান্ডলের ডিপিতে বিরাটের ছবি। সেই দিকে আঙুল তুলে সঙ্গে সঙ্গে পাল্টা দেন অভিনেত্রীও। লেখেন, “যার নিজের মুখ দেখানোর সাহস নেই, খ্যাতনামীর ছবি ব্যবহার করেন, তিনি জবাবের যোগ্যই নন।” ব্যস, আবার চর্চা শুরু। এ দিকে ওই নেটাগরিক চুপচাপ নিজের ডিপি বদলে কুকুরের ছবি বসিয়ে দেন, যা বাকিরা খেয়াল করেননি।

Share this news on:

সর্বশেষ

img
গ্র্যাজুয়েট হলেন কেয়া পায়েল, পেয়েছেন বিশেষ সম্মাননা Feb 28, 2025
img
নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদে থাকছেন যারা Feb 28, 2025
img
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার Feb 28, 2025
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনস্রোত! Feb 28, 2025
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে অর্থ নেওয়া প্রসঙ্গে যা জানালেন জেদনী Feb 28, 2025
জাতীয় নাগরিক পার্টিতে কোন পদে থাকবেন ডা. তাসনিম জারা Feb 28, 2025
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে নিয়ে যা বললেন আসিফ নজরুল Feb 28, 2025
সংসদে যেন শুধু নাগরিকের কথা হয় Feb 28, 2025
রোজা শুরুর আগেই কিছু পণ্যের দাম বেড়ে প্রায় দ্বিগুণ Feb 28, 2025
img
জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু Feb 28, 2025