জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল স্নাতক (গ্র্যাজুয়েশন) সম্পন্ন করেছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) থেকে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ৮ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি আইন বিষয়ে স্নাতকের সনদ অর্জন করেন। এছাড়া, বিশেষ সম্মাননাও পেয়েছেন তিনি।
কেয়া পায়েল জানান, তিনি এলএলবি নিয়ে পড়েছেন। তবে সিজিপিএ কত পেলেন সেটা জানাতে চাননি।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘যতটুকু যা পেয়েছি তাতেই আমি খুশি। অনেক ভালো রেজাল্টও না, আবার অনেক খারাপও না। কাজের জন্য পড়াশোনায় কখনও ক্ষতি হোক, সেটা কখনোই চাইনি। তার জন্য আমি অনেক কষ্ট হলেও দুটোই একসঙ্গে চালিয়ে গিয়েছি।
ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘এখন বার কাউন্সিলে পরীক্ষা দিতে হবে। তাহলে লাইসেন্সটা পাব। এরপর এলএলএম বা বার অ্যাট ল করার ইচ্ছে আছে।
এদিন স্নাতক সনদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন বলেও জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘যেহেতু আমি একজন অভিনয়শিল্পী, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়টি থেকে পড়াশোনা করেছি তাই কর্তৃপক্ষ আমাকে সম্মান প্রদর্শন করে একটি বিশেষ সম্মাননাও প্রদান করে। নিজ বিশ্ববিদ্যালয় থেকে এমন প্রাপ্তি সত্যি অনেক আনন্দের।’