গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ আমিনুল হকের

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার (২ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবী ও রূপনগরে তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আসিফ ইকবাল, রমজান আলী জীবন ও মকবুল হোসেনের পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দানকারী শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

এ ছাড়া তিনি গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের স্থায়ী বন্দোবস্ত করারও আশ্বাস দেন এবং প্রত্যেকটি হত্যার বিচার করা হবে বলে তিনি জানান।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী তাদের পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সময়ে শহীদ হওয়া নেতাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া প্রমুখ।

এরপর আমিনুল হক পল্লবীর ৫নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণকালে বক্তব্য দেন। ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক জাহানারা হোসেনের সভাপতিত্বে মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রুনা লায়লা, লাইলী বেগম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের লাকি রহমান প্রমুখ।

এছাড়াও মাসব্যাপী পল্লবী থানা ছাত্রদলের আয়োজনে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news on:

সর্বশেষ

img
২,৫০০ কোটি টাকা ছাপিয়ে দুই ব্যাংককে দেবে বাংলাদেশ ব্যাংক Mar 15, 2025
img
দাবা বিশ্বকাপ বাছাই: এককভাবে শীর্ষে বাংলাদেশের তাহসিন Mar 15, 2025
img
মুসলিম বলেই হোলিতে নেই জহির, কড়া জবাব সোনাক্ষীর Mar 15, 2025
img
শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আটক মাদ্রাসা শিক্ষক Mar 15, 2025
img
বেশি ভাড়া দাবি করায় সমন্বয়কের হাতে বেধড়ক পিটুনি খেলেন সিএনজি চালক Mar 15, 2025
img
ডিম কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ১০ বছরের শিশু Mar 15, 2025
img
চাঁদা না দেওয়ায় কুপিয়ে আহত করলেন ব্যবসায়ীকে যুবদল নেতা Mar 15, 2025
img
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় : মঈন খান Mar 15, 2025
img
লিবিয়া দিয়ে বাংলাদেশিদের ইউরোপে প্রবেশ চেষ্টা বেড়েছে Mar 15, 2025
img
আসলেই কি ভারতের সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে কোন মন্তব্য করেছেন ? Mar 15, 2025