আসলেই কি ভারতের সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে কোন মন্তব্য করেছেন ?

সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক আবার আগের মতো ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান।

তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার। তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাপ্রধান এমন কোনো মন্তব্য করেননি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে, ছড়িয়ে পড়া ভিডিওতে সেনাপ্রধান আসলে বলেননি যে “শেখ হাসিনা ফিরলে” সম্পর্ক উন্নত হবে। বরং, তিনি বলেছিলেন—“বাংলাদেশে সরকার বদল হলে ঢাকা-দিল্লি সম্পর্কের পরিবর্তন হতে পারে।” মূল বক্তব্যকে বিকৃত করে ভিডিওটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

তাদের অনুসন্ধানে আরও জানা গেছে, প্রচারিত ভিডিওটিতে একটি জাতীয় দৈনিকের লোগো দেখা যায়। ওই দৈনিকের ফেসবুক পেজে ১০ মার্চ প্রকাশিত একটি ভিডিও পোস্টের সঙ্গে এই ভাইরাল ভিডিওর মিল রয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়—“বাংলাদেশে সরকার বদলালে ঢাকা-দিল্লি সম্পর্ক পরিবর্তন হতে পারে: ভারতীয় সেনাপ্রধান।” অর্থাৎ, প্রচারিত দাবিটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

এ বিষয়ে একটি অনলাইন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ৯ মার্চ ‘বাংলাদেশে সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।

অর্থাৎ গণমাধ্যমের প্রতিবেদন থেকেও এটি নিশ্চিত যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক আগের মতো হবে শীর্ষক মন্তব্য ভারতীয় সেনাপ্রধান করেননি।

সুতরাং ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশে সরকার পরিবর্তন হলে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক মন্তব্যকে শেখ হাসিনা বাংলাদেশে আসলে সম্পর্ক আগের মতো হবে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ‘ইন্ডিয়া টুডে কনক্লেভে’ বক্তব্য দেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।

এসএস

Share this news on:

সর্বশেষ

img
দেশকে একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি: তথ্য উপদেষ্টা Mar 15, 2025
img
আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার Mar 15, 2025
দুই বছরের কন্যা হারালেন জাজাই Mar 15, 2025
১৮ কোটি টাকায় অনলাইনে কু'মারী'ত্ব কিনলেন হলি অভিনেতা Mar 15, 2025
কার্তিক-শ্রীলীলার প্রেমের গুঞ্জন! শাশুড়ির সম্মতি কি সত্যি? Mar 15, 2025
আমীষা প্যাটেল'র পোশাক নিয়ে সঞ্জয় দত্তের কঠিন সিদ্ধান্ত! Mar 15, 2025
সিদ্ধার্থ-কিয়ারার প্রথম সাক্ষাৎ: কী ছিল বিশেষ? Mar 15, 2025
‘ওয়ার ২’-এর শুটিং বন্ধ, আহত হৃত্বিক রোশন Mar 15, 2025
মুম্বাইয়ে শাউন মেনডেসের সেনোরিটা পরিবেশন Mar 15, 2025
img
প্রত্যেক মা-বোন-কন্যার নিরাপত্তায় সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : তারেক রহমান Mar 15, 2025