বিএপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, ‘হয়তো গুম করা পাবলিক দেশে আসবে না। যারা ইসলামের নামে রাজনীতি করে, আবার তারা যেন প্রতিষ্ঠিত হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। জাতীয়তাবাদী বিশ্বাসী সবাই ভাই ভাই, এই বিশ্বাসটা রাখতে হবে।’
শুক্রবার দুপুরে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপি'র কার্যালয়ের মিলনায়তনে তারেক রহমানের ঐক্যের ডাক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী রওনাকুল ইসলাম টিপু আরো বলেন, ‘জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে যে নেতা জনগণের পাশে থেকে কাজ করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে পারি সেই নির্বাচনে জয়লাভ করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে।’
এসময় তিনি আরো বলেন, ‘বাংলাদেশে জাতীয়তাবাদীর শত্রু সবচেয়ে বেশি। কেন শত্রু জানেন? আমরা একমাত্র দল যাদের বাইরে বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। কিন্তু অন্যান্য অনেক দলের নেতারা যাদের বাইরের প্রভু আছে। কারো ভারতে প্রভু আছে, কারো পাকিস্তানে প্রভু আছে, কারো চীনে প্রভু আছে, কারো রাশিয়ায় প্রভু আছে, কারো আমেরিকায় প্রভু আছে। কিন্তু আমাদের কোনো প্রভু নাই। আমরা বাংলাদেশে বিশ্বাসী রাজনৈতিক দল। আমাদের পালানোর কোনো জায়গা নেই।’
এ সময় পিরোজপুর পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।
আরএইচ/টিএ