শাহরুখ খান শুধু তারকা নন, কোটি মানুষের আবেগের নাম। কিন্তু জানেন কি, একবার তার সিনেমার জন্য মুম্বাই শহরে শত শত বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল?
ঘটনাটি ২০০১ সালের। সঞ্জয় লীলা বানসালির বিখ্যাত ছবি ‘দেবদাস’-এর শুটিং চলছিল তখন। সিনেমাটির বিশাল বাজেট ও প্রোডাকশন স্কেলের কারণে পুরো মুম্বাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি সিনেমাটির সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান এক সাক্ষাৎকারে সেই সময়কার একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, চন্দ্রমুখীর কোঠার সেট তৈরিতে এক কিলোমিটার এলাকা জুড়ে জেনারেটর ব্যবহার করা হয়েছিল। এত বিশাল সেটের আলোকসজ্জার জন্য শহরের প্রায় সব জেনারেটর ব্যবহার হয়ে যায়। ফলে বহু বিয়ের আয়োজন বাতিল করতে হয়, কারণ বিদ্যুতের জন্য পর্যাপ্ত জেনারেটর তখন আর মুম্বাইয়ে পাওয়া যাচ্ছিল না!
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিত। ৫০ কোটি বাজেটের এই সিনেমাটি ২০০২ সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে ১৬৮ কোটি টাকা আয় করেছিল।
শুধু শাহরুখ খানের জন্যই বিয়ে পেছানো যায়—এটাই প্রমাণ করে তার ক্যারিশমার প্রভাব কতটা বিস্তৃত!
এফপি/টিএ