নির্বাচন পেছালে রাজনৈতিক দলগুলোর ভয় কেন, প্রশ্ন সারজিসের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশ্ন রেখেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন পেছানোর ভয় কেন। শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, আমরা জানি না, আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আছে। কেনো তারা শুধু নির্বাচন পেছানোর ভয়টা করে। কেনো শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাবো।

এই চিন্তাটা কেনো কাজ করে। বরং আমি মনে করি আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যা রয়েছে তাদেরও অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চাপ দেওয়া উচিত। কারণ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের কাছে তো আমাদের ভোট চাইতে যেতে হবে।


তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের বিচার করে নির্বাচনে গেলে তখন যেন আমরা আন্দোলনে হতাহতদের পরিবারের কাছে বলতে পারি খুনি হাসিনার বিচার আমরা নিশ্চিত করে এসেছি। এটার সঙ্গে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কি সম্পর্ক সেটা আমার বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ দলটির অন্যান্য নেতারা।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ