বলিউডের দুই খান আমির ও শাহরুখের তুলনা হয়েছে বার বার। অভিনেতা হিসেবে কে বেশি ভালো, এই নিয়ে অনুরাগীদের মধ্যে তর্ক লেগেই থাকে। কিন্তু শাহরুখের অভিনীত একটি অন্যতম চরিত্রের সুযোগ প্রথমে এসেছিল আমিরের কাছে।
সে সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। শাহরুখ আলোড়ন ফেলেছিলেন সেই চরিত্রে। ‘ডর’ ছবিতে নায়ক নয়, খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই চরিত্রের প্রস্তাব আগে যায় আমিরের কাছে। কিন্তু তিনি রাজি হননি। তবে এই চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কোনও অনুশোচনা নেই আমিরের।
এক অনুষ্ঠানে ফের এই নিয়ে কথা বলেছেন অভিনেতা। আমিরের কথায়, ‘আমার অভিনয় করার কথা ছিল ‘ডর’ ছবিতে। কিন্তু কিছু কারণের জন্য সেই ছবি আমি ফিরিয়ে দিয়েছিলাম। ছবিটা খুব ভালো ভাবেই তৈরি করা। এই চরিত্রের জন্য শাহরুখ একদম সঠিক নির্বাচন।’
আমির মনে করেন, চরিত্রটি তিনি ফুটিয়ে তুলতে পারতেন না। পরিচালক শাহরুখকে বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এই চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে আজও কোনও আক্ষেপ নেই বলিউডের মিস্টার পারফেকশনিস্টের। তিনি বলেছেন, ‘আমি ওই চরিত্রে অভিনয় করলে মোটেই ভালো হত না। তাই আমার কোনও অনুশোচনা নেই।’
যশ চোপড়ার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল ও জুহি চাওলা। খলনায়কের চরিত্রে শাহরুখ। নায়কের চেয়ে অবশ্য খলনায়কই বেশি নজর কেড়েছিলেন এ ছবিতে।
আরএইচ