আর কিছুদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের। তবে আসর শুরুর আগেই উদ্বেগ তৈরি হয়েছে ৫ তারকা ক্রিকেটারের অনুপস্থিতি নিয়ে। এই তালিকায় নাম রয়েছে বুমরাহ, মিচেল মার্শ ও হারদিক পান্ডিয়ার মত খেলোয়ারদের।
২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে আসরের উদ্বোধনী ম্যাচ। ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স।
ভারতের কিংবদন্তি পেসার জাসপ্রিত বুমরাহের জন্য আইপিএল শুরু হতে যাচ্ছে খারাপ সময় নিয়ে। পিঠের চোটে ভোগা বুমরাহ আইপিএলের প্রথম দুই সপ্তাহ মাঠে থাকতে পারবেন না। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এটি বড় ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একইভাবে, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শও চোটের কারণে আইপিএলের শুরুতে থাকবেন না মাঠে। পিঠের নিচের অংশে ব্যথার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। ৩.৪০ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তবে মার্শের খেলাও এখন হয়ে পড়েছে অনিশ্চিত।
অস্ট্রেলিয়ার আরেক পেসার জশ হ্যাজলউডের চোটও আইপিএলে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি করেছে। মাংসপেশি ও ঊরুর সংযোগস্থলের চোটে আক্রান্ত হ্যাজলউড বেঙ্গালুরুর হয়ে খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। একইভাবে, গত বছর লখনৌয়ের হয়ে চমকপ্রদ পারফরম্যান্স করা মায়াঙ্ক যাদবও চোটের কারণে আইপিএলের প্রথম পর্বে মাঠে থাকবেন না। তার পিঠের নিচের অংশে স্ট্রেসজনিত চোট রয়েছে। যার কারণে তাকে প্রথম দিকে মাঠে দেখা যাবে না।
এছাড়া, ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তার চোটের কারণে না হলেও, স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন। আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারবেন না তিনি। এই সব চোট এবং নিষেধাজ্ঞা আইপিএলের শুরুতে টিমগুলোকে দারুণ চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। তবে আশা করা যাচ্ছে, শীঘ্রই এই তারকারা সুস্থ হয়ে উঠলে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে ফিরবেন।
আরএ/টিএ