সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো বসতঘর, ১৫ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুমন হোসেন নামে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থ, মালামাল, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


মঙ্গলবার (১১ মার্চ) ইফতারের আগমুহূর্তে উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় ব্যবসায়ী সুমন হোসেনের ঘরে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত সুমন স্থানীয় হাজিরহাট বাজারের কাপড়ের ব্যবসায়ী।

কমলনগর উপজেলা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিয়াজুল আমিন বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, বিকেল ৫ টার দিকে রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে।

এসএম/এসএন

Share this news on: