কিউএস র‍্যাঙ্কিং ২০২৫ এ বুয়েট,ঢাবি ও নর্থ সাউথ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৫ সালের বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৪টার পর কিউএস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

এবার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুটি পাবলিক ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এবারের র‍্যাঙ্কিংয়েও আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট অ্যারিয়া) ক্যাটাগরিতে পাঁচটি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্টস অ্যান্ড হিউমেনিটিস, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এবং ন্যাচার সায়েন্স। এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটিতে দেশের তিন বিশ্ববিদ্যালয়েন একাধিক জায়গায় স্থান হয়েছে।

এ ছাড়া নির্দিষ্ট বিষয় (স্পেসিফিক সাবজেক্ট) ক্যাটাগরিতে এবার ৫৫টি আলাদা আলাদা বিষয় রয়েছে। তবে এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্ট।

এবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে দুটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এর মধ্যে বুয়েটের অবস্থান ৩২০তম এবং ঢাবির অবস্থান ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে।

আর সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে দুটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এর মধ্যে ঢাবির অবস্থান ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে।
আর্টস অ্যান্ড হিউমেনিটিস ক্যাটাগরিতে একটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এই ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে।

তবে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এবং ন্যাচার সায়েন্স ক্যাটাগরিতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।

এই র‍্যাঙ্কিং একাডেমিক রেপুটেশন (Academic Reputation), এম্পলয়ার রেপুটেশন (Employer Reputation), সাইটেশনস পার পেপার (Citations per paper), এইচ-ইনডেক্স (H-index Citations) এবং ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্কের (International Research Network) মতো বিষয়গুলো বিবেচনা করা হয়।

প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‍্যাঙ্কিং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল। পরে ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এরপর থেকে এককভাবেই র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা।

কিউএস বছরের বিভিন্ন সময়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বাই সাবজেক্ট, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং রিজিয়নসহ একাধিক র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‌্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
টানা ৩ দিন ঝড়-বৃষ্টির আভাসের মধ্যেই গরমের দুঃসংবাদ Mar 13, 2025
img
পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের অবসান; সামরিক অভিযানে সব জিম্মি মুক্ত Mar 13, 2025
img
চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, অযাচিত বলপ্রয়োগের প্রতিবাদ Mar 13, 2025
img
তৃতীয়বারের মতো মাসসেরা গিল, মেয়েদের কিং Mar 13, 2025
img
জাতি আপনার কাছে ঋণী: রিয়াদকে নিয়ে সাকিব Mar 13, 2025
ইফতার অনুষ্ঠানে একটা বিশেষ দল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মির্জা আব্বাস Mar 13, 2025
রাস্তার কাজে লাগবে ডিএমপির অনুমতি Mar 13, 2025
মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি | টাইমস ফ্ল্যাশ Mar 13, 2025
হেফাজতের মামলায় হাসিনা, ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Mar 13, 2025
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডাক্তার’ লিখলে শাস্তি Mar 13, 2025