পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের অবসান; সামরিক অভিযানে সব জিম্মি মুক্ত

পাকিস্তানে হাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেসে সফল সামরিক অভিযানের মাধ্যমে সব জিম্মিকে মুক্ত করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস এবং এসএসজি-র সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছিলেন। ট্রেনটিতে সব মিলিয়ে ৩৩ জন সন্ত্রাসবাদী ছিল, তারা সকলেই নিহত হয়েছে। এঘটনায় ২১ জন বেসামরিক ব্যক্তির প্রাণ হয়েছে। এছাড়া অভিযানের সময় চারজন ফ্রন্টিয়ার কর্পস সদস্যও প্রাণ হারিয়েছেন।

জাফর এক্সপ্রেসের নয়টি কোচে প্রায় ৪০০ যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেসটি কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বিএলএ জঙ্গিরা বিস্ফোরক ব্যবহার করে লাইনচ্যুত করে এবং কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দূরে একটি সুড়ঙ্গে গুদালার ও পিরু কুনরির পার্বত্য ভূখণ্ডের কাছে তারা ট্রেনটি হাইজ্যাক করে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র জানিয়েছেন, অভিযানে অংশ নেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর স্নাইপাররা। তারা একের পর এক বগিতে গিয়ে বাকি জঙ্গিদের হত্যা করে। এই ক্লিয়ারেন্স অপারেশনের সময় কোনও যাত্রী হতাহত হননি। যে ২১ জনের প্রাণ গেছে, তারা সকলেই এই অভিযানের আগে জঙ্গিদের বর্বরতার শিকার হয়েছেন।


এমআর/টিএ

Share this news on: