তৃতীয়বারের মতো মাসসেরা গিল, মেয়েদের কিং

মাসসেরার পুরস্কার আগেও জিতেছেন শুবমান গিল। এবার তৃতীয়বারের মতো মাসসেরার পুরস্কার পেলেন ভারতীয় ওপেনার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে মেয়েদের সেরা হয়েছেন অ্যালানা কিং।

ফেব্রুয়ারি মাসে ৫ ওয়ানডে খেলেছেন গিল। চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচের বিপরীতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলেছেন ৩ ওয়ানডে। সেই সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার ম্যাচে কী দুর্দান্ত ব্যাটিংটাই না করেছেন তিনি। টানা তিনটি পঞ্চাশর্ধ্বো ইনিংস খেলে সিরিজসেরা হন তিনি।

যার মধ্যে সর্বশেষ ম্যাচে ছিল সেঞ্চুরি। সেই ছন্দটাই চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুই ম্যাচেই দেখিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার বিপরীতে পাকিস্তানের বিপক্ষে করেছেন ৪৬ রান।সবমিলিয়ে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেন গিল।

তার অবিশ্বাস্য পারফরম্যান্সের কাছে হার মেনেছে স্টিভেন স্মিথ ও গ্লেন ফিলিপসের পারফরম্যান্স। ওয়ানডে থেকে সদ্য বিদায় নেওয়া অস্ট্রেলিয়ান স্মিথের ১৯৬ রানের বিপরীতে সমান ৫ ম্যাচে ২৩৬ রান করেন কিউই ব্যাটার ফিলিপস। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরের মাসসেরা খেলোয়াড় হন গিল।

গিলের মতোই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কিং। থাইল্যান্ডের থিপাচা ‍পুথাওং ও জাতীয় দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান লেগস্পিনার।

এক মাত্র অ্যাশেজে ৯ উইকেট নেন তিনি। সাদারল্যান্ড এবং বেথ মুনির পর টানা তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে এই পুরস্কর জিতেছেন কিং।


এমআর/টিএ

Share this news on: