হামজার প্রথম হোম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন ২৫ মার্চ ভারতের শিলংয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে হামজার অভিষেক হতে চললেও দেশের মাটিতে প্রথম খেলার সুযোগ পাবেন ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে। সেই ম্যাচটি বাফুফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে (আগের নাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) আয়োজন করতে চায়।

আজ (বুধবার) বিকেলে বাফুফের কম্পিটিশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর হোম ম্যাচটি ঢাকা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের নির্বাহী সদস্য গোলাম গাউস, ‘১০ জুন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে। অসংখ্য ফুটবলপ্রেমী স্টেডিয়ামে এসে ম্যাচটি দেখতে চাইবে। জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতা বেশি এবং দেশের প্রধান ফুটবল ভেন্যুও। আমরা চাই হামজার ঢাকায় প্রথম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হোক এবং জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফুটবল একটি বড় ম্যাচ দিয়েই ফিরুক।’

গত তিন বছর বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে কিংস অ্যারেনায়। ২০২১ সালের আগস্ট থেকে জাতীয় স্টেডিয়ামে সংস্কার চলছে। কাজ হচ্ছে গ্যালারি শেড স্থাপন ও ফ্লাডলাইট প্রতিস্থাপনের। সংস্কার কার্যক্রম এখনও চলমান হলেও জুনে ম্যাচের আগেই বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে স্টেডিয়াম পেতে চায়, ‘আজকের সভায় সাধারণ সম্পাদককে বলা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ-মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ম্যাচের আগে যেন স্টেডিয়াম খেলার উপযোগী করা যায়, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। অন্তত মাঠ আমাদের বুঝিয়ে দিলে মাঠের বিষয়ে আমরা কাজ করতে পারব।’

হামজা ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ১৭ মার্চ ইংল্যান্ড থেকে সিলেট আসবেন। বাফুফে নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল হাসান হিলটন ও সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন সিলেট বিমানবন্দরে গিয়ে হামজাকে অভ্যর্থনা জানাতে যাবেন। পরে হামজা ও তার পরিবারের সঙ্গে বাফুফে কর্তারা সিলেট থেকে যাবেন হবিগঞ্জ। সামগ্রিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধার বিষয়গুলো নিশ্চিত করবেন সেখানে। পরদিন হামজার সঙ্গেই বিমানযোগে ঢাকায় ফিরবেন তারা। ১৮ মার্চ ঢাকায় টিম হোটেলে যোগদানের পরদিন থেকে অনুশীলন করবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। ২০ মার্চ আবার ঢাকা থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।

আজকের কম্পিটিশন কমিটির সভায় সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। নারীদের টুর্নামেন্ট চট্টগ্রামে আয়োজন করার কারণ সম্পর্কে কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘ফুটবলের প্রসারণ ও ভেন্যুর উন্নয়ন এই দুই চিন্তা থেকে আমরা নারী ফুটবলের সাফ ও এএফসির টুর্নামেন্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আয়োজনের সুপারিশ করেছি। পাশাপাশি আমাদের এই কমিটির পক্ষ থেকে দেশের আট বিভাগে আটটি স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের ব্যবহার করার জন্যও নির্বাহী কমিটির কাছে প্রস্তাব রাখা হবে।’
বাফুফের গঠনতন্ত্রে ‘ই’ অধ্যায় স্ট্যান্ডিং কমিটি নিয়ে।

৪০ অনুচ্ছেদে স্ট্যান্ডিং কমিটিগুলোর মধ্যে কম্পিটিশন কমিটির নাম শীর্ষ চারেই রয়েছে। অথচ ৪১ নম্বর অনুচ্ছেদ থেকে কমিটির কার্যপরিধি বর্ণনায় নেই কম্পিটিশন কমিটি। গঠনতন্ত্রের দুর্বলতা নিয়েই এই কমিটি বাফুফেতে কাজ করছে। মূলত ঘরোয়া পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন এই কমিটির মূল পরিধি হলেও বর্তমান কমিটি আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়েও কাজ করছে। আজ প্রথম সভা শেষে কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে আজ কোনো সিদ্ধান্ত হয়নি। একটি সুবিধাজনক সময়ে এটি অনুষ্ঠিত হবে। ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রেও এই কমিটির আওতাধীন।’


এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ! Oct 24, 2025
img
বিএনপি-জামায়াতের মধ্যে লড়াই হবে, আমরা ভাই-ভাই: জয়নুল আবদিন Oct 24, 2025
img

৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা

মধ্যরাতে এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ Oct 24, 2025
img
বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান Oct 24, 2025
img
সব সিদ্ধান্ত সালাহউদ্দিন স্যার নেন না: মিরাজ Oct 24, 2025
img
১২ লাখ টাকায় হত্যা করা হয়েছিল সালমান শাহকে, মুখ খুললেন আসামি Oct 24, 2025
img
চমক রেখে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা Oct 24, 2025
img
নির্বাচনী কাজে নিয়োজিতরা এবার ভোট দিতে পারবেন: আইন উপদেষ্টা Oct 24, 2025
img
বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে চূড়ান্তের পথে সিইপিএ চুক্তি Oct 24, 2025
img
সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে Oct 24, 2025
img
ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফের নৌকায় চড়ে যুক্তরাজ্যে Oct 23, 2025
img
জাতীয় স্টেডিয়ামে একই দিনে আরচ্যারি ও হামজাদের ম্যাচ Oct 23, 2025
img
রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড Oct 23, 2025
img
শপথ নিলেন রোহিঙ্গাদের নির্বাচিত প্রতিনিধিরা Oct 23, 2025
তামিম-মাশরাফি ভাই আমাকে সাপোর্ট করেছেন, আমার সামনে ভালো সময় আসবে: মিরাজ Oct 23, 2025
প্রেম নিয়ে প্রথমবারের মতো খোলাখুলি সাদিয়া আয়মান Oct 23, 2025
চরফ্যাশনে ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষ পেল বিএনপির উপহার Oct 23, 2025
নির্বাচনে যেকোনো অপশক্তি মোকাবিলায় পুলিশ সক্ষম: ডিএমপি কমিশনার Oct 23, 2025
ঢাবি এলাকায় অভিযান শুরুর আগেই দোকান নিয়ে চম্পট অবৈধ দোকানদাররা Oct 23, 2025
নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির Oct 23, 2025