ধর্ম পরিবর্তন করার জন্য হিন্দু ক্রিকেটারকে চাপ দিতেন আফ্রিদি!
মোজো ডেস্ক 06:46PM, Mar 14, 2025
মুসলিম প্রধান দেশ পাকিস্তানের প্রায় ৯৬% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। তাই স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেটে হিন্দু ক্রিকেটারদের খুব একটা দেখা যায় না। তবে তবুও দুজন হিন্দু ক্রিকেটার পাকিস্তানের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন অনিল দলপত ও আরেকজন দানিশ কানেরিয়া। এবার হিন্দু হওয়ার কারণে বৈষম্য করা হতো এমন অভিযোগ করে আবারও আলোচনায় এসেছেন কানেরিয়া।
পাকিস্তান দলে হিন্দু হওয়ার জন্য কানেরিয়া যে হেনস্তার শিকার হতেন এমন অভিযোগ তিনি আগেও তুলেছিলেন। তবে এবার আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি তাকে ধর্ম পরিবর্তনের চাপ দিতেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন এই লেগ স্পিনার।
বুধবার (১২ মার্চ) ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের সংখ্যালঘুদের একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কানেরিয়া বলেন, ‘পাকিস্তানে আমাদের আলাদা চোখে দেখা হত। আমার ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছিল। কখনও আমাকে সম্মান দেওয়া হয়নি। আমাকে প্রচুর বিদ্বেষ সহ্য করতে হয়েছে। আলাদা ভাবে দেখা হত বলেই এখন আমি আমেরিকায় থাকি।’
এরপর আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ এনে কানেরিয়া বলেন, ‘ অধিনায়ক হিসাবে ইনজামাম আমাকে খুব সাহায্য করেছে। সব সময় পাশে দাঁড়িয়েছে। শোয়েব আখতারও আমার পাশে ছিল। কিন্তু আফ্রিদি আমাকে বলেছিল ধর্ম পরিবর্তন করতে। বহু বার আমাকে এটা বলেছিল ও।’
পাকিস্তানের হয়ে ৬১ টেস্ট খেলা কানেরিয়া উইকেট নিয়েছেন ২৬১ টি। পাকিস্তানের স্পিনারদের মাঝে এখনও সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। এছাড়া পাকিস্তানের হয়ে ১৮ ওয়ানডে ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি।