২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার মত দলগুলো। তারই ধারাবাহিকতায় বাছাই পর্বে চলতি মাসে মাঠে নামছে লাতিন আমেরিকার দেশগুলো। যেখানে সুপার ক্লাসিকোর ম্যাচে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ওই ম্যাচে না থাকার শঙ্কায় আছেন সেলেসাও তারকা নেইমার জুনিয়র।
দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার (কনমেবল) নিয়মানুযায়ী, কোনো ফুটবলার বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচ খেলায় নিষিদ্ধ হবেন। সে কারণে কলম্বিয়া ম্যাচে খুব সতর্কতার সঙ্গে হলুদ কার্ড এড়িয়ে খেলতে হবে ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড়কে। মূলত লাতিন আমেরিকার ফুটবলে শরীর সর্বস্ব খেলার আধিপত্য দেখা যায়। তাই এ নিয়ম চালু করেছে কনমেবল। আর এদিকে আগে থেকেই একটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন নেইমার সহ ব্রাজিল শিবিরের ১০ ফুটবলার। আর একটি হলুদ কার্ড থেকে বাঁচতে খুব সতর্কতার সঙ্গে খেলতে হবে সেলেসাওদের।
আর্জেন্টিনার ম্যাচের আগে ২১শে মার্চ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়রের শিষ্যরা। আর সে ম্যাচে যদি হলুদ কার্ড দেখেন তাহলে । আলবিসেলেস্তাদের বিপক্ষে মাঠে নামতে পারবে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। হলুদ কার্ড দেখা খেলোয়াড়ের তালিকায় নেইমার ছাড়াও ভিনিসিয়ুস, রাফিনিয়া কিংবা রদ্রিগোর মতো খেলোয়াড়রাও আছেন।
যে কারণে যেকোনো একজন তারকার অনুপস্থিতিও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের উত্তেজনায় প্রভাব ফেলতে পারে।
আগামী ২৬ মার্চ আর্জেন্টিনার ঘরের মাঠ মাস মনুমেন্তাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। যেখানে মেসিদের বিপক্ষে মাঠে নামবেন একবছর পর দলে ফেরা নেইমার। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ব্রাজিল। নেইমার ফেরার পর সেই পরিস্থিতিকে বদলাতে চাইবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ।
এমআর/টিএ