নোয়াখালীতে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ২

নোয়াখালীর বেগমগঞ্জে এক কলেজছাত্রীকে (২১) চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৪ মার্চ) র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন নাজিরপুর এলাকার রাজুর ছেলে রবিন (২০) এবং আলাইয়াপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন অন্তর (২৩)।

শুক্রবার দুপুরের দিকে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার নূর হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মার্চ ইফতার মাহফিল শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাসায় যাওয়ার উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজিতে ওঠেন ওই ছাত্রী। কিছু পথ যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা পাঁচজন পুরুষের মধ্যে একজন তার মুখ চেপে ধরে। বাকি চারজন ও আরো একজন মিলে ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও শ্লীলতাহানি করে। পরে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয় তারা।

এ সময় তারা ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও একটি মোবাইল নিয়ে যায়। মোবাইলের পাসওয়ার্ড ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভুক্তভোগীকে সিএনজি করে কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় আধা ঘণ্টা ইউটার্ন নিয়ে একাধিকবার ঘুরাতে থাকে এবং অসৎ উদ্দেশ্য নির্জন স্থান খুঁজতে থাকে অভিযুক্তরা।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

ওই মামলার সূত্র ধরে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে, অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল, জানালেন সাবেক সেনাপ্রধান Mar 17, 2025
img
যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি Mar 17, 2025
img
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান Mar 17, 2025
img
৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, অবশেষে উদ্ধার Mar 17, 2025
img
ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার Mar 17, 2025
ঈদ যাত্রায় রাস্তায় ডা'কা'ত''দের নিয়ে যা বললেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা Mar 17, 2025
ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক কর্মকর্তাদের নাভিশ্বাস Mar 17, 2025
হাসিমুখে আদালতে শাহজাহান খান Mar 17, 2025
যে গ্রামে ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের মই বেয়ে Mar 17, 2025
দক্ষিণ এশিয়ায় ভারতকে অর্থনৈতিক পরাশক্তি হতে দিচ্ছে না চীন! Mar 17, 2025