মাত্র ১ বছর বয়সেই অভিনয়ে রাজ-শুভশ্রীর কন্যা ইয়ালিনি?

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ক্যারিয়ারের পাশাপাশি সংসারও দক্ষ হাতে সামলাচ্ছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম হয় রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের। এদিকে এক বছরে পা দিয়েছে এ তারকা দম্পতির মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরে ঘর আলোকিত করে আসে মেয়ে ইয়ালিনি।

এবার গুঞ্জন উঠেছে তারকা কন্যা ইয়ালিনি নাকি অভিনয়ে পা রাখতে চলেছেন। টালিপাড়া বলছে, রাজের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ দিয়েই নাকি বিনোদন দুনিয়ায় প্রবেশ ঘটেছে তার। মাত্র এক বছর বয়েসে সে অভিনেত্রী মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পথে পা বাড়িয়েছে!

রাজ-শুভশ্রীর মেয়ে অভিনয়ে, এই গুঞ্জন স্যোশাল মিডিয়ায় ছয়লাপ হতেও বেশি সময় নেয়নি। তার কারণও আছে। সম্প্রতি, মায়ের সঙ্গে মেয়েকে ফ্যাশন শুট করতে দেখা গিয়েছে। সেই শুটিংয়ের নানা ছবি, টুকরো ভিডিও বলছে, ছোট্ট হলে কী হবে, ক্যামেরা দেখে একটুও ভয় পায়নি সে। বরং তাল মিলিয়ে সকলের সঙ্গে শুটিং করেছে। মেয়ে যদি বাবার প্রযোজিত ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখে, তাতে অবাক হওয়ার কী আছে!

‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে সত্যিই এক শিশুশিল্পীকে দেখা যাচ্ছে। কখনও সে ধারাবাহিকের নায়িকা উষসী রায়ের কোলে। কখনও ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী তাকে কোলে নিয়ে ঘুরছেন। শিশুটির মুখের আদলের সঙ্গে ইয়ালিনির মুখের আদলের নাকি মিল খুঁজে পেয়েছে টেলিপাড়া। সেই সাদৃশ্য স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বেশির ভাগ মানুষ ধরে নিয়েছেন 'রাজ'-কন্যার অভিষেক ঘটেছে।

এ বিষয়ে ধারাবাহিকের নায়িকা উষসী বলেন, যে শিশুটিকে নিয়ে এই গুঞ্জন, তার নাম শিবা। ও কিন্তু ছেলে। বয়স এক বছর ছয় মাস। ওর সঙ্গে কী করে সকলে ইয়ালিনির মুখের মিল খুঁজে পাচ্ছেন, জানি না। শিবার সঙ্গে ইতিমধ্যেই নায়িকার ভাব হয়ে গিয়েছে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর কপূরের নাম ছিল শিবা। আমি তাই মজা করে বলি, আমরা ছোট পর্দার ‘ব্রহ্মাস্ত্র’ জুটি!’ সহ-অভিনেতা সম্পর্কে রসিকতা করেছেন উষসী।

ই গুঞ্জন নিয়ে রাজ বলেন, ‘এ রকম কিছুই হচ্ছে না। কেউ মিথ্যে খবর ছড়িয়ে ইয়ালিনির নামে।’ তবে এর আগে তিনি বলেছিলেন, ‘আমার দুই ছেলেমেয়ে বড় হয়ে যা হতে চাইবে সেটাই হবে। এ বিষয়ে ওদের পূর্ণ স্বাধীনতা দেব।’

উল্লেখ্য, রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক কোনও রূপকথার থেকে কম নয়। ভালোবেসে সংসার বেঁধেছেন সেই ২০১৮ সালে। আপাতত ছেলে ইউভান আর মেয়ে ইয়ালিনিকে নিয়ে সুখের সংসার।


এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দাবা বিশ্বকাপ বাছাই: এককভাবে শীর্ষে বাংলাদেশের তাহসিন Mar 15, 2025
img
মুসলিম বলেই হোলিতে নেই জহির, কড়া জবাব সোনাক্ষীর Mar 15, 2025
img
শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আটক মাদ্রাসা শিক্ষক Mar 15, 2025
img
বেশি ভাড়া দাবি করায় সমন্বয়কের হাতে বেধড়ক পিটুনি খেলেন সিএনজি চালক Mar 15, 2025
img
ডিম কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ১০ বছরের শিশু Mar 15, 2025
img
চাঁদা না দেওয়ায় কুপিয়ে আহত করলেন ব্যবসায়ীকে যুবদল নেতা Mar 15, 2025
img
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় : মঈন খান Mar 15, 2025
img
লিবিয়া দিয়ে বাংলাদেশিদের ইউরোপে প্রবেশ চেষ্টা বেড়েছে Mar 15, 2025
img
আসলেই কি ভারতের সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে কোন মন্তব্য করেছেন ? Mar 15, 2025
img
রিয়ালের বিপক্ষে লড়াই নিয়ে রোমাঞ্চিত আর্তেতা, তবে সব মনোযোগ চেলসি ম্যাচে Mar 15, 2025