প্রত্যেক মা-বোন-কন্যার নিরাপত্তায় সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : তারেক রহমান

বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, "বাংলাদেশে আট বছরের একটি শিশুকে ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে। নারী ও শিশুরা যেন কোনো ধরনের সহিংসতা বা হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।"

তিনি জানান, এমন ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বিএনপি দুটি সেল গঠন করেছে—একটি চিকিৎসা সহায়তা এবং অন্যটি আইনি সহায়তার জন্য। উভয় সেলেই নারী চিকিৎসক ও আইনজীবীরা থাকবেন, যারা ভুক্তভোগীদের পরিবারকে বিনামূল্যে ও পেশাদার সহায়তা দেবেন।

নারীর ক্ষমতায়নের পথিকৃৎ দল হিসেবে বিএনপি একটি নিরাপদ, সমান এবং ন্যায্য সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এসএস

Share this news on: