রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতি নিয়ে না খেলতে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনে শান্তি প্রচেষ্টা চালাতে বিশ্ব নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলন করার আগে এমন বার্তা দিলেন স্টারমার।
শনিবার (১৫ মার্চ) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
পুতিন শান্তি চুক্তি নিয়ে সিরিয়াস নন বলেও মন্তব্য করেন স্টারমার।
এদিকে, ডাউনিং স্ট্রিট জানিয়েছে ইউরোপীয় অংশীদার, ইইউ কমিশন, ন্যাটো, ইউক্রেন, কানাডা এবং অন্যান্য নেতাসহ প্রায় ২৫ জন বিশ্বনেতা এই সম্মেলনে অংশ নেবেন।
এই সম্মেলনের আগে স্টারমার সতর্ক করে বলেন, ‘পুতিনকে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি করতে ট্রাম্পের প্রস্তাব নিয়ে কোনভাবেই খেলতে দেয়া হবে না।’ তিনি তার মিত্রদের ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার আহ্বানও জানান।
ভার্চুয়াল বৈঠকটি যার নাম দেয়া হয়েছে ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’ এই মাসের শুরুতে ইউরোপীয় নেতাদের লন্ডন সফরের সময় ঘোষণা করা হয়েছিল।
এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে শর্ত আরোপ করেন পুতিন। পুতিনের এই প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, পুতিন সবসময় এমন করেন। সবকিছুতেই দেরি করিয়ে দেন।
এর আগে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানায়।
আরএইচ/এসএন