বাংলাদেশ নিয়ে স্বস্তিকাকে ভারতীয়দের কটাক্ষ, দিলেন কড়া জবাব

ট্রোল-কটাক্ষ মুখ বুজে সহ্য করার পাত্রী কখনোই নন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সুযোগ বুঝে সব কটাক্ষের পাল্টা জবাব দেন তিনি। তাই ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেই রয়েছে পরিচিতি।

সম্প্রতি মেয়েকে নিয়ে এক সুন্দর অনুভূতি শেয়ার করতেই ট্রোলের মুখে পড়তে হলো স্বস্তিকাকে। কটাক্ষ করা হলো বাংলাদেশ প্রসঙ্গ টেনে। যার মোক্ষম জবাব দিতে ভুললেন না অভিনেত্রী।

মেয়ে অন্বেষা কর্মসূত্রে বিদেশে থাকেন। সেখান থেকেই মাঝে মধ্যে তাকে ছবি পোস্ট করতে দেখা যায়। আর উইকেন্ডে চুটিয়ে ছুটি উপভোগ করছেন স্বস্তিকা-কন্যা।

আর মেয়ের সেই ছবি দেখে নিজের শহরে গাড়িতে বসে একটি সেলফি পোস্ট করলেন স্বস্তিকা। ক্যাপশনে লিখলেন, যে যেখানে থাকেন, সেটাই তার দেশ। মাতৃভূমি মাতৃভাষার মতোই সবচেয়ে সুন্দর। সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রাণের। কিন্তু দেশ যেখানে থাকি সেটাই। যাক এটা নিয়ে তর্ক পরে হবে। মেয়ে নিজের দেশে এদিক ওদিক যাচ্ছে, আর ফটো পাঠাচ্ছে।

এরপর খানিকটা আক্ষেপের সুরেই স্বস্তিকা বলেন, আমার বয়স কম হলে আমিও কেন সেসব ঘুরে দেখতে পারছি না বলে গাল ভারী করতাম। এখন যেখানে আছি সেখান থেকেই হাসিমুখে ছবি তুলি। আমিও আমার দেশেই, গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করে বেড়াচ্ছি। যেদিন মেয়ের সঙ্গে আবার দেখা হবে সেদিন আমার ছুটি হবে। মা বলত- এমন দিন আসবে দেখবি পায়ের তলায় চাকা। সেই কথাই ঘটলো, টোটো কোম্পানি হয়ে খালি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছি। আর বুঝলাম গাড়িতে তোলা সেলফিটাই বেস্ট।

অভিনেত্রীর এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন ‘বাংলাদেশে গেছে কি?’ জবাবে প্রতাপ সঙ্কর নামক ওই ব্যক্তিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন স্বস্তিকা।

তিনি বলেন, ‘আমি গেছি। আবার যাব। যার যেখানে দরকার সেখানেই যাবে। আপনার মতে, আমি কেন কেউই কোথাও যাবে বলে মনে হয় না। আপনি গিয়ে ঘুরে আসুন।’

এরপর আরেক নেটিজেন লেখেন, ‘বাংলাদেশ নিয়ে কত লেখালেখি করতেন, টাইমলাইন ভরে থাকত ছাত্র আন্দোলন, বিপ্লব ইত্যাদি ইত্যাদি যাবতীয় ঘটনা প্রবাহ। এখন আর কিছু লেখেন না কেন? খরচা পানি আসা বন্ধ হয়ে গেছে বুঝি?’

এমন মন্তব্যের জবাবে সেই নেটিজেনকে ব্যাঙ্গ করে স্বস্তিকা সম্মতি জানিয়ে লেখেন ‘হ্যাঁ’।

পড়াশোনা থেকে কাজ সবকিছুই বিদেশে স্বস্তিকা কন্যা অন্বেষার। মাঝেমধ্যেই অভিনেত্রীকে মেয়ের কাছে চলে যেতে দেখা যায়। মেয়ে খুব অল্প বয়সেই নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন। মেয়ের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো। সিঙ্গল মাদার হয়েই অন্বেষাকে মানুষ করেছেন তিনি। মেয়েই অভিনেত্রীর সুখ-দুঃখের বন্ধু।

এফপি

Share this news on:

সর্বশেষ

img
নারায়ণগঞ্জে বলাৎকারের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার Mar 16, 2025
img
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার Mar 16, 2025
img
"জাতিসংঘ মহাসচিব আমাদের জন্য অগ্রিম ঈদ নিয়ে এসেছেন" Mar 16, 2025
img
মামলা থেকে আওয়ামী লীগ নেত্রীর নাম প্রত্যা'হা'রে ১০ লাখ টাকা ঘু'ষ, বদলি উপ পুলিশ কমিশনার Mar 16, 2025
img
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকানে শান্তি ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের Mar 16, 2025
img
কন‌্যাশিশু নির্যাতন মামলার আসামিকে পিটিয়ে হত্যা Mar 16, 2025
img
দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট Mar 16, 2025
img
স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতার কাণ্ড! Mar 16, 2025
img
কাল থেকে প্রত্যেক লঞ্চে নিরাপত্তায় থাকবে ৪ আনসার সদস্য Mar 15, 2025
img
আত্মঘাতী গোলে জয় হাতছাড়া ম্যানচেস্টার সিটির Mar 15, 2025