রাজশাহীতে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার

পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর হাবিবুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীর তানোর উপজেলায় শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ি ঘিরে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেন। পরে মামলা দায়ের হলে তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার কৃত হাবিবুর রহমান তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে দেওয়া তথ্যমতে, হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২০) প্রতিদিনের মতো গত বুধবার সকালে রাজমিস্ত্রির কাজে বের হয়ে যান। এরপর সকাল ১০টার দিকে অভিযুক্ত হাবিবুর রহমান তার পুত্রবধূকে শোবার ঘরে ডেকে নেন। এ সময় ওই নববধূর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন এবং মুখ চেপে ধরে তার কাপড় খুলতে ও তাকে বিছানায় শোয়াতে চেষ্টা করেন। এ সময় ওই নববধূর পরনের জামা ছিঁড়ে যায়। একপর্যায়ে বাড়ির আশপাশে মানুষের উপস্থিতি টের পেলে হাবিবুর রহমান পুত্রবধূকে ছেড়ে দেন।

এই ঘটনার পর হাবিবুরের ছেলের স্ত্রী ওই বাড়ি থেকে বের হয়ে তার বাপের বাড়িতে চলে যান। নববধূর বাবা অভিযুক্ত হাবিবুরের ভায়রা (আত্মীয়)। এদিকে হাবিবুরের ছেলে রবিউল বুধবার বিকেল ৫টার দিকে বাড়িতে ফিরে এসে জানতে পারেন তার স্ত্রী বাড়িতে নেই। পরে তিনি তার শ্বশুরবাড়িতে গিয়ে নববধূর সাথে কথা বলে সব জানতে পারেন।

এই ঘটনায় নিজের বাবা হাবিবুর রহমানের নামে তানোর থানায় লিখিত এজাহার দেন তার ছেলে রবিউল ইসলাম। যার মামলা নং ১৬। শুক্রবার পুলিশ গিয়ে হাবিবুর রহমানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় অভিযুক্ত হাবিবুরের স্ত্রী তসরী বেগম টপিকেও সাক্ষী করা হয়েছে।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাবিবুর রহমান জানিয়েছেন তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডাকে কথা বলার একপর্যায়ে তার হাত ধরেন।

তবে তার ছেলের স্ত্রীর দাবি তার শ্লীলতাহানি করা হয়েছে। ধারা ১০ নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) যৌন নিপীড়ন অপরাধে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার Mar 16, 2025
img
"জাতিসংঘ মহাসচিব আমাদের জন্য অগ্রিম ঈদ নিয়ে এসেছেন" Mar 16, 2025
img
মামলা থেকে আওয়ামী লীগ নেত্রীর নাম প্রত্যা'হা'রে ১০ লাখ টাকা ঘু'ষ, বদলি উপ পুলিশ কমিশনার Mar 16, 2025
img
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকানে শান্তি ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের Mar 16, 2025
img
কন‌্যাশিশু নির্যাতন মামলার আসামিকে পিটিয়ে হত্যা Mar 16, 2025
img
দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট Mar 16, 2025
img
স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতার কাণ্ড! Mar 16, 2025
img
কাল থেকে প্রত্যেক লঞ্চে নিরাপত্তায় থাকবে ৪ আনসার সদস্য Mar 15, 2025
img
আত্মঘাতী গোলে জয় হাতছাড়া ম্যানচেস্টার সিটির Mar 15, 2025
img
সপ্তাহে কত দিন শ্যাম্পু করা ভালো Mar 15, 2025