কন‌্যাশিশু নির্যাতন মামলার আসামিকে পিটিয়ে হত্যা

বরিশাল নগরীতে শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার মামলার এক অভিযুক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।


নিহত ব্যক্তির নাম সুজন, যিনি পেশায় একজন অটোরিকশা চালক। তিনি শহরের ধানগবেষণা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।


শ‌নিবার রা‌তে তা‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।


এর আগে শ‌নিবার সন্ধ‌্যার দি‌কে স্থানীয়রা তাকে পি‌টি‌য়ে গুরুতর আহতাবস্থায় থানায় হন্তান্তর ক‌রেন। পু‌লিশ তা‌কে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন‌্য নি‌য়ে আস‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।


কোতয়ালী ম‌ডেল থানার থানার ওসি মিজানুর রহমান ব‌লেন, শুক্রবার ধান গ‌বেষণা রো‌ডের এক শিশুকন‌্যা‌কে ধর্ষণের চেষ্টা ক‌রেন সুজন।


এ ঘটনায় শিশুর প‌রিবার থে‌কে থানায় সুজ‌নের বিরু‌দ্ধে শুক্রবার ধর্ষণচেষ্টার অভিযো‌গে মামলা দা‌য়ের করে। 


ঘটনার পর থে‌কে সুজন আত্ম‌গোপ‌নে ছিলেন। শ‌নিবার সন্ধ‌্যার দি‌কে ধানগ‌বেষণা রো‌ডে স্থানীয়রা তা‌কে ধ‌রে ফে‌লে। এক পর্যা‌য়ে স্থানীয়রা তা‌কে গন‌পিটু‌নি দি‌য়ে থানায় হস্তান্তর ক‌রেন।


থানা পু‌লিশ সুজন‌কে রাত ৮টার দি‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। লা‌শ ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।


এসএস

Share this news on: