নারায়ণগঞ্জে বলাৎকারের ঘটনায় মূলহোতা গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে বলাৎকারের ঘটনায় মো. সাঈদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।


শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁয়ের চৌধুরীগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মামলার সূত্রে র‍্যাব জানায়, ৮ মার্চ বন্দরের নিজ বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাঈদ ওই যুবককে তার বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরে ওই যুবক ঘটনাটি তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।


র‍্যাব আরও জানায়, গোয়েন্দা তৎপরতা চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে সোনারগাঁ থেকে সাঈদকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এসএস



Share this news on: