এমবাপের জোড়া গোলে বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ঠাসা সূচিতে খেলোয়াড়রা যথেষ্ট বিশ্রাম না পাওয়ায় যে দুর্ভাবনার কথা বলেছিলেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, মাঠে বল গড়াতেই তার যথার্থতা মিলতে শুরু করল। উজ্জীবিত ভিয়ারেয়ালের সামনে পারফরম্যান্স দিয়ে একদমই মন ভরাতে পারল না তারা। তবে, কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারেয়ালের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লা লিগার শীর্ষে ফিরে আসে রিয়াল মাদ্রিদ।

ভিয়ারেয়াল প্রথম গোল করার পরও, মাদ্রিদ ২৩টি শট নিয়েও মাত্র ৯টি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়। এমবাপের প্রথম গোলের পর ২৩ মিনিটে আরেকটি গোল করে রেয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

এমবাপের এই জোড়া গোল লা লিগায় তার ২৬ ম্যাচে ২০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছে। বর্তমানে রিয়াল মাদ্রিদ ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

এসএস

Share this news on: