চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ব্যর্থতার পর, জস বাটলার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। তার পদত্যাগের পর, বেন স্টোকসের নাম সম্ভাব্য অধিনায়ক হিসেবে উঠে এসেছে। যদিও ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কির মতে, স্টোকসকে সাদা বলের অধিনায়ক হিসেবে বিবেচনা না করার কথা বলা হয়েছিল, তবে এ বিষয়ে আপত্তি জানিয়েছেন সাবেক কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড।
ব্রড বলেন, “স্টোকসকে অধিনায়ক করা তাড়াহুড়োর সিদ্ধান্ত হবে। যদি তাকে অধিনায়ক করা হয়, তবে আমার কোনো আপত্তি নেই। প্রথমত, তার সামনে অনেক ব্যস্ত সূচি রয়েছে। টেস্ট দলের প্রতি অগ্রাধিকার দিয়ে তিনি আইপিএলে খেলতে যাচ্ছেন না, এবং শারীরিকভাবে সঠিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করছেন। তিন বছর ধরে হাঁটুর ইনজুরির কারণে তিনি খুব বেশি বোলিং করতে পারেননি।”
তিনি আরও বলেন, “স্টোকসের ওপর অতিরিক্ত চাপ রয়েছে, ওয়ানডে ক্রিকেটে আরও ৮-১০ ওভার যোগ করা মানে তার শারীরিক ও মানসিক চাপ আরও বাড়বে। ১২১ ওয়ানডে ম্যাচ খেলা একজন হিসেবে, আমি বুঝতে পারি যে ৫০ ওভারের ক্রিকেট আসলে টেস্টের চেয়ে অনেক বেশি ক্লান্তিকর, কারণ এখানে ইন্টেন্সিটি অনেক বেশি থাকে।”
এসএস