খুলনা নগরীতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নগরীর বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার কাছে একটি গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত শাহীন দৌলতপুর কাত্তিককুল এলাকার আ. রশিদের ছেলে। খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, নিহত শাহীন দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি ছিলেন এবং বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন।
তিনি আরও বলেন, "শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের মরদেহ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে, যা তার মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য রাতে বাগমারা ও আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।
এসএস