ভিক্ষুককে ফুটপাত থেকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এক ভিক্ষুক নারীকে ধর্ষণের অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে অভিযুক্ত চালক মো. আব্দুল আলী (৫৫)–কে গ্রেফতার করা হয়। তিনি ভোলার চরফ্যাশন থানার বাসিন্দা।

বর্তমানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করতেন।

চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন গ্ণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে রাতে তুলে নিয়ে এক সিএনজি চালক নুরু কম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় নিয়ে ধর্ষণ করে রাত সাড়ে ১১টার দিকে।

এরপর অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত সিএনজি চালককে গ্রেফতার করা হয়েছে।

এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ওসি।

এসএস

Share this news on: