পরিচালক সৃজিত মুখার্জি সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির অভিনেতাদের নাম ঘোষণা করেছেন। এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। এ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন সৃজিত-শুভশ্রী।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিনোদিনীর ভূমিকায় শুভশ্রীর নাম ঘোষণার পর নেটিজেনরা রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনীর চরিত্রটির সঙ্গে তুলনা করতে শুরু করেন।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে শুভশ্রী গাঙ্গুলী বলেন, ‘আমি যদি সব তুলনাতে কান দিই তবে কাজ করব কখন? কাজটাই আমার কাছে শেষ কথা। শুধু এইটুকুই বলব, আমি চাই বিনোদিনী বনাম বিনোদিনী তুলনাটা এই মুহূর্তে বন্ধ হোক।’
আরএ/এসএন