যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৩৪

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। এর মধ্যে ১২ জনই মিসৌরি অঙ্গরাজ্যের।

রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের ওপর দিয়ে ভয়াবহ টর্নেডো বয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় ওইসব রাজ্যের বিস্তীর্ণ এলাকা। গুড়িয়ে যায় অসংখ্য ঘরবাড়ি, উল্টে যায় গাড়ি।
কানসাস অঙ্গরাজ্যে, কমপক্ষে আট জন নিহত হয়েছেন। ধূলিঝড়ের কারণে সেখানে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত ৫৫টি গাড়ি।

পাওয়ার আউটেজ ট্র্যাকার অনুযায়ী রোববার সকালে মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ সাতটি অঙ্গরাজ্যের আড়াই লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মিসিসিপি অঙ্গরাজ্যে ঝড়ের কবলে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর টেট রিভস।

ঝড়ের কবলে আরকানসাসে তিনজনের মৃত্যু এবং ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ওকলাহোমা, টেক্সাস অঙ্গরাজ্যে একজন করে নিহত হয়েছেন।

দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে তীব্র আবহাওয়া অব্যাহত থাকায় মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে পাশাপাশি আলাবামা এবং আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

আর্দ্র, উষ্ণ বাতাস উপরে উঠলে টর্নেডো তৈরি হয়, যা ঠান্ডা বাতাসের সাথে মিশে বজ্রপাতের সৃষ্টি করে।

বিভিন্ন দিক থেকে প্রবাহিত বাতাস ঘূর্ণি তৈরি করে, যা উপরের দিকে চলে যায়।

আরএ/এসএন

Share this news on: