বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলে ব্রাজিল অন্যতম জনপ্রিয় দল, যেখানে নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুসদের মতো তারকারা তাদের দক্ষতায় মুগ্ধ করেন ফুটবলপ্রেমীদের। তাদের খেলার উত্তাপ উপমহাদেশেও অনুভূত হয়, যেখানে ব্রাজিলের ভক্তসংখ্যা নেহায়েত কম নয়। তবে ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও নিজেদের উপস্থিতি রাখে। ব্রাজিলে ক্রিকেটের জনপ্রিয়তা তুলনামূলকভাবে কম হলেও, দেশটিতে সংগঠিতভাবে ক্রিকেট খেলা হয়ে থাকে এবং জাতীয় দলও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেয়।

এমনকি ব্রাজিলে নারী ক্রিকেটও নিয়মিত হয়। এবার তারা অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও। আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বে খেলছে ব্রাজিল।

আজ রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কানাডা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

এই আসরে তাদের পঞ্চম ম্যাচ এটি। আগের চার ম্যাচে এক জয়ের বিপরীতে তিন হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে চতুর্থ স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার পথ ব্রাজিলের থেকে অনেকটা দূরে সরে গেছে।

এদিকে ভিন্ন ম্যাচে আজ মাঠে নামছে আর্জেন্টিনা নারী ক্রিকেট দলও। বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে বারোটায় যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান Mar 17, 2025
img
৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, অবশেষে উদ্ধার Mar 17, 2025
img
ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার Mar 17, 2025
ঈদ যাত্রায় রাস্তায় ডা'কা'ত''দের নিয়ে যা বললেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা Mar 17, 2025
ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক কর্মকর্তাদের নাভিশ্বাস Mar 17, 2025
হাসিমুখে আদালতে শাহজাহান খান Mar 17, 2025
যে গ্রামে ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের মই বেয়ে Mar 17, 2025
দক্ষিণ এশিয়ায় ভারতকে অর্থনৈতিক পরাশক্তি হতে দিচ্ছে না চীন! Mar 17, 2025
হাই বাজেট ‘কৃষ ৪’ নির্মাণে সাহস পাচ্ছেননা প্রযোজকরা Mar 17, 2025
img
ইতিকাফের প্রস্তুতি নেবেন যেভাবে Mar 17, 2025