আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়লেন পন্ত!

চলতি মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক অন্যান্য রেকর্ড গড়েছেন লখনৌ সুপার জায়ান্টাসের চলতি আসরের অধিনায়ক ঋষভ পন্ত। ২৭ কোটি রুপিতে লখনৌ শিবিরে যুক্ত হওয়া এই ব্যাটার আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন। আর অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার রেকর্ডও এখন তার দখলে।

আইপিএলে মানেই টাকার ছড়াছড়ি। যে কারণে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি আসরে রেকর্ডেরও ছড়াছড়ি হয়। এবার সেখানে আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা পেয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। আইপিএলের আটটি দলের অধিনায়কদের মধ্যে শীর্ষে রয়েছেন পন্থ। অবশ্য পারফরম্যান্সের ভিত্তিতে নয় দামের ভিত্তিতে বাকি সব দলের অধিনায়ককে ছাপিয়ে গেছেন তিনি। আইপিএলে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা পন্থকে চলতি আসরের নিলামে রেকর্ড ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনৌ সুপার জায়ান্টস।

ঋষভ পন্তের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন গত আসরে কলকাতাকে শিরোপা এনে দেওয়া অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অবশ্য চলতি আসরে তাকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। নিলামে তাকে দলে ভেড়াতে ২৬ কোটি ৭৫ লাখ টাকা খরচ করেছে পাঞ্জাব কিংস।

সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অধিনায়কের তালিকায় তৃতীয় স্থানে আছেন ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংস তাদের অধিনায়ককে ধরে রাখতে খরচ করেছে ১৮ কোটি রুপি। গত আসর থেকেই মহেন্দ্র সিংহ ধোনিদের নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ। সেখানে তৃতীয় স্থানে ঋতুরাজের পাশাপাশি আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ও রাজস্থান রয়্যালসের দলপতি সঞ্জু স্যামসন।

আরএইচ

Share this news on:

সর্বশেষ