কিশোরের অশালীন অঙ্গভঙ্গি, মালাইকার প্রতিবাদ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। বরাবরই তিনি অন্যায়ের প্রতিবাদ করে আসছেন তিনি। এবার প্রকাশ্যে কটূ আচরণ দেখেই প্রতিবাদ করলেন মালাইকা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

এই মুহূর্তে মালাইকা একটি ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দায়িত্ব সামলাচ্ছেন। সেখানেই কিশোর বয়স্ক এক প্রতিযোগী নৃত্য পরিবেশনের সময় মালাইকার উদ্দেশে অভব্য ইঙ্গিত করে। তার পরেই ফুঁসে ওঠেন অভিনেত্রী। অনুষ্ঠানের যে ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে মালাইকাকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমাকে চোখ মারছে, চুমু ছুড়ে দিচ্ছে!’’

উল্লেখ্য, এই প্রতিযোগীর বয়স মাত্র ১৬ বছর। মালাইকার বক্তব্যকে সমর্থন করেছেন ওই শোয়ের অন্যান্য প্রতিযোগিরা। তাঁদের দাবি, মালাইকা ছেলেটিকে বকুনি দিয়ে ঠিকই করেছেন। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রতিযোগীর কাছে তাঁর মায়ের ফোন নম্বরও চেয়েছেন মালাইকা।

তবে এই ভিডিয়ো নিয়ে নেটাগরিকেরা দুই শ্রেণিতে বিভক্ত হয়ে গিয়েছেন। কারও মতে, শোয়ের জনপ্রিয়তা বাড়াতেই এই ধরনের কার্যকলাপ তৈরি করেন নির্মাতারা। অন্য পক্ষ অবশ্য মনে করছেন, মালাইকা প্রকাশ্যে সম্পূর্ণ বিষয়টির প্রতিবাদ করে সঠিক পদক্ষেপ করেছেন। এই ঘটনার পর মালাইকা তাঁর তরফে অবশ্য কোনও বিবৃতি দেননি।

এসএম/টিএ

Share this news on: