আমেরিকায় মিশাকে স্বাগত জানালেন জায়েদ

মিশা সওদাগর ও জায়েদ খানের সম্পর্ক বরাবরই চমৎকার। সেটির প্রমাণ পাওয়া গেলো আরও একবার। পর্দা থেকে শিল্পী সমিতির রাজনীতি, সবখানেই মিশা আগলে রেখেছেন জায়েদ খানকে। তাদের মধ্যে নিবিড় সম্পর্ক। তাই, বড় ভাইয়ের মতো মিশাকে আমেরিকাতে পেয়ে জায়েদ একটু বেশিই আপ্লুত হলেন।

মিশার পরিবার ২০১৮ সালের পর থেকে আমেরিকায় বসবাস শুরু করেন। প্রয়োজনেই তাকে আমেরিকায় যাওয়া-আসা করতে হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র গিয়েছেন মিশা সওদাগর। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জায়েদ খান।

নিজের ফেসবুক পেজে জায়েদ লিখেছেন, ‘স্বাগতম প্রেসিডেন্ট। আজ অনেকদিন পর আবার দেখা হলো। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’

মিশা ও জায়েদ দু’জন দুই প্রজন্মের অভিনেতা। ব্যক্তিগত সম্পর্ক তো আছেই, তারা একসঙ্গে শিল্পী সমিতির রাজনীতিও করেছেন। দুই মেয়াদে মিশা সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরএইচ


Share this news on: