বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিনেত্রী জয়া আহসান এবার একসঙ্গে প্রথমবার কাজ করছেন হইচই অরিজিনাল সিরিজ ‘জিম্মি’-তে।
আগামী ২৮ মার্চ ২০২৫ ঈদুল ফিতর উপলক্ষে স্ট্রিমিং শুরু হবে Hoichoi-তে। প্রথমবারের মতো জয়া আহসান ওয়েব সিরিজে লিড রোলে কাজ করবেন।
আশফাক নিপুনের পরিচালনায় জয়া এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন। এই সিরিজের মাধ্যমে তিনি প্রথমবারের মতো মুখ্য চরিত্রে ওয়েব সিরিজে কাজ করছেন। জয়া বলছেন: "গল্প, চরিত্র ও পরিচালক—এই তিনটি বিষয় আমার পছন্দ হওয়ায় ‘জিম্মি’তে কাজ করতে আগ্রহী হয়েছি।"
‘জিম্মি’ নিয়ে নির্মাতার প্রতিক্রিয়ায় তিনি বলেন: "‘জিম্মি’ নির্মাণের মাধ্যমে নতুন ধরনের গল্প বলার চেষ্টা করেছি, যেখানে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে।"
জয়া আহসানের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন: "গল্পের প্রয়োজনে এমন একজন শিল্পীর দরকার ছিল, যার অভিনয়ে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে—জয়া আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন!"
আশফাক নিপুন মানেই বাস্তবধর্মী ও সাসপেন্সধর্মী গল্প। ‘মহানগর’ ও ‘সাবরিনা’-র মতোই শক্তিশালী নির্মাণ ও চিত্রনাট্য আশা করা যায়। জয়া আহসান মানেই অনবদ্য অভিনয়, যা এই সিরিজকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
আরএ/এসএন