নতুন প্রেমের গল্পে রোহন ও ঋত্বিকার জুটি

টলিউডের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য এবং ঋত্বিকা সেন প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন আসন্ন রোমান্টিক সিনেমা ‘এ মন তোকে দিলাম’-এ।

পরিচালক কঙ্কন ভট্টাচার্যের এই ছবিতে থাকবে নিখাদ প্রেমের গল্প, রোমান্স ও ভরপুর অ্যাকশন!সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৫ সালেই।

নিখাদ প্রেমের গল্প – এখনকার সময়ের জটিল সম্পর্কগুলোর মাঝে একটি সাদামাটা, গভীর প্রেমের উপাখ্যান। শুধুমাত্র প্রেম নয়, থাকবে দারুণ অ্যাকশন ও চমক। ছবির গল্পে রোম্যান্সের পাশাপাশি থাকবে নানা ওঠা-পড়ার মুহূর্ত, যা সম্পর্ককে আরও গভীরতা দেবে।

বাস্তব জীবনে রোহন ও অঙ্গনা রায়ের প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও, এই মুহূর্তে তিনি পর্দায় নতুন রোম্যান্সের জন্য প্রস্তুত। প্রথমবার ঋত্বিকার সঙ্গে তার জুটি কেমন জমে ওঠে, সেটাই দেখার অপেক্ষা

আরএ/এসএন

Share this news on: