‘পাঠান ২’ তে থাকছেন এক বড় সাউথ সুপারস্টার

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পায় এবং এটি একটি বিশাল ব্লকবাস্টার হয়ে ওঠে। গত বছর জানা গিয়েছিল যে এই দুই তারকা সিক্যুয়েলে ফিরে আসবেন, তবে প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ এটি পরিচালনা করবেন না।

এক প্রতিবেদনে বলা হয়েছে যে লেখার পর্ব এখন সম্পূর্ণ। আদিত্য চোপড়া ‘পাঠান ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন এবং আগামী বছর শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন। এক সূত্র পোর্টালটিকে জানিয়েছে,"আদিত্য ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ‘পাঠান ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সিক্যুয়েলটি শুধু পাঠানের গল্পকে এগিয়ে নিয়ে যাবে না, বরং YRF স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ কিস্তির জন্য আরও বড় সংঘাতের ভিত্তিও তৈরি করবে।

বিস্তৃত পরিকল্পনা ও জটিল কাহিনীবিন্যাসের কারণে চিত্রনাট্য রচনার প্রক্রিয়া দীর্ঘ সময় নিয়েছে। আদিত্য, শ্রীধর রাঘবন এবং আব্বাস টাইরেওয়ালা মিলে একটি শ্বাসরুদ্ধকর, উচ্চ-ঝুঁকির চিত্রনাট্য তৈরি করেছেন, যা প্রথম কিস্তির চেয়েও বৃহৎ পরিসরের ও তীব্রতর হবে। আদিত্য শাহরুখ খানের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন, এবং শাহরুখ এতে দারুণ মুগ্ধ ও উচ্ছ্বসিত হয়েছেন।"


এমআর/এসএন

Share this news on: