‘Kalki 2’-এ বিগ বি’র শুটিং শুরু চলতি বছরে

প্রভাস-অভিনীত ‘Kalki 2898 AD’-এর সিক্যুয়েল ‘Kalki 2’ এর শুটিং শুরু হচ্ছে। অমিতাভ বচ্চন আবার অশ্বত্থামার ভূমিকায় ফিরছেন, আর এবার তার চরিত্র আরও বড় হতে চলেছে।

‘Kalki 2’-এ অমিতাভ বচ্চনের চরিত্রের গুরুত্ব বাড়ছে। বিগ বি-এর স্ক্রিন টাইম ও অ্যাকশন সিকোয়েন্স আগের তুলনায় আরও বেশি হবে। সিক্যুয়েলটিতে তার অমরত্ব ও যুদ্ধকৌশল গভীরভাবে দেখানো হবে।
শুটিং শুরু হবে মে ২০২৫, চলবে ১৫ জুন পর্যন্ত।

‘Kalki 2’-তে অশ্বত্থামা (অমিতাভ) ও ভৈরব/কর্ণ (প্রভাস) মিলে সুমতীর (দীপিকা পাড়ুকোন) অনাগত সন্তানকে রক্ষা করবেন। থাকবে প্রভাস, অমিতাভ ও কমল হাসান (Supreme Commander Yaskin)-এর মধ্যে যুদ্ধ।

হায়দরাবাদের বাইরে বিশাল নতুন সেট তৈরি হয়েছে প্রধান অ্যাকশন দৃশ্যের জন্য। ২০২৪ সালে ৩০ দিনের শুটিং শেষ হয়েছে, তবে মূল অ্যাকশন সিকোয়েন্স বাকি রয়েছে। ‘Kalki 2’ এবার শুধু শঙ্করপল্লিতে নয়, আরও বিস্তৃত লোকেশনে শুট হবে।

অমিতাভ বচ্চনের ব্যস্ত শিডিউলের ‘Kaun Banega Crorepati’ (KBC) সিজন ১৬ শেষ করেই ‘Kalki 2’-এর শুটিংয়ে নামবেন। জুন ২০২৫-এ ‘Kalki 2’ শেষ করে আবার KBC-এর নতুন সিজনে ফিরবেন। ‘Kalki 2’ ২০২৬ সালের অন্যতম বৃহৎ সিনেমা হতে চলেছে।

কল্পবিজ্ঞান কাহিনী, মহাকাব্যিক যুদ্ধ ও শক্তিশালী পারফরম্যান্স মিলিয়ে এটি হতে চলেছে মাস্ট-ওয়াচ সিনেমা।

আরএ/এসএন

Share this news on: