ভূমি পেডনেকরের সাথে সিনেমায় ফিরছেন ইমরান খান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় ফিরছেন ইমরান খান।

‘Jaane Tu... Ya Jaane Na’ খ্যাত অভিনেতা প্রায় এক দশক পর Netflix-এর জন্য একটি নতুন ফিল্মে অভিনয় করবেন, যেখানে তার বিপরীতে থাকছেন ভূমি পেডনেকর।

ইমরান খানের ফিল্ম শুটিং শুরু এপ্রিল ২০২৫ (প্রি-প্রোডাকশন পুরোদমে চলছে)। চিত্রনাট্য লিখেছেন এবং প্রযোজনা করছেন ড্যানিশ আসলাম, ইমরান খান ও তাদের এক ঘনিষ্ঠ বন্ধু।

শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘Katti Batti’ (২০১৫)-তে, এরপর অভিনয় থেকে দূরে ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে বড় পর্দায় ফেরার গুঞ্জন চলছিল।

এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় সিনেমাটি অফিসিয়ালি এগিয়ে যাচ্ছে।

ইমরান খান ‘Delhi Belly’, ‘I Hate Luv Storys’, ‘Jaane Tu... Ya Jaane Na’-এর মতো কাল্ট ফিল্মের জন্য জনপ্রিয়। তার ফিরে আসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।

আরএ/এসএন

Share this news on: