মাতুয়াইলে বাসের ধাক্কায় নিহত ১

রাজধানীর মাতুয়াইলের মিরপাড়া থেকে ছেলেকে মোটরসাইকেল নিয়ে শিক্ষকের বাসায় যাওয়ার পথে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় ওবায়দুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল নয়টার দিকে রাজধানীর ডেমরার মিরপাড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহতের ছেলে লাবিব ইসলাম (১৬) আহত হয়েছে।

ওবায়দুল সপরিবার রাজধানীর মাতুয়াইলের দক্ষিণপাড়ায় থাকতেন। তিনি জমি বেচাকেনায় মধ্যস্থতা করতেন। তার ছেলে লাবিব মাতুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ওবায়দুলের বড় ভাই আতিকুল ইসলাম বলেন, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি মিরপাড়ায়। সেখান থেকে তিনি ছেলেকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে রওনা দেন। লাবিবকে শিক্ষকের বাসায় পড়াতে নিয়ে যাচ্ছিলেন ওবায়দুল। পথে তারা দুর্ঘটনার শিকার হন।

মিরপাড়া সিএনজি পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে বলে জানান ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ওয়াসিম পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে রামপুরায় যাচ্ছিল। ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে আটক ও বাসটি জব্দের চেষ্টা চলছে।

আরএইচ/টিএ

Share this news on: