ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ মিস করায় মন খারাপ মেসির

বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ২২ মার্চ বাংলাদেশ সময় সকাল ৫.৩০ মিনিটে উরুগুয়ের মাঠে এবং ২৬ মার্চ সকাল ৬টায় আর্জেন্টিনার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে খেলা হবে।

এই দুটি ম্যাচের জন্য মেসি ডাক পেয়েছিলেন, তবে একটি ছোট ইনজুরির কারণে তিনি দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। কাতারে বিশ্বকাপ জেতা এই তারকা ইনস্টাগ্রামে এক বার্তায় জানিয়েছেন যে, বড় দুটি ম্যাচ মিস করায় তাঁর মন খারাপ।

মেসি লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করায় আমি খুবই হতাশ। আমি সত্যিই খুব করে খেলতে চেয়েছিলাম। কিন্তু ছোট একটা ইনজুরিতে পড়ায় আমাকে বিশ্রামে থাকতে হবে। আমি দলের সঙ্গে থাকতে পারবো না। তবে একজন ভক্ত হিসেবে দলকে সমর্থন করবো এবং গলা ফাঁটাবো। এগিয়ে যাও আর্জেন্টিনা।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। দ্বিতীয় অবস্থানে থাকা উরুগুয়ের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে তারা। টেবিলে ১৯ পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে যথাক্রমে ইকুয়েডর ও কলম্বিয়া। পাঁচে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮।  

এসএস/টিএ

Share this news on: