মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জের একটি ফাঁকা রাস্তায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মানিকগঞ্জ পৌরসভার নবগ্রাম এলাকার এই মিছিল হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।

তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এরপর বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে তা শেয়ার করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, রাস্তায় ছাত্রলীগের নেতাকর্মী ছাড়া আর কোনো লোকজন আশপাশে নেই। ফাঁকা রাস্তার মধ্যে ব্যানার হাতে নিয়ে ১০-১২ জন লোক ঝটিকা মিছিল করছেন। ব্যানারে লেখা- ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে’।

বিষয়টি উদ্বেগ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, নিষিদ্ধ সংগঠন দিনের আলোয় প্রকাশ্যে মিছিল করে এতেই বোঝা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। যারা মিছিল করেছে প্রত্যেকের নামে মামলা আছে। আমরা চাই প্রশাসন অতি দ্রুত এদের গ্রেফতার করুক।

তিনি আরও বলেন, এ সংগঠন পরবর্তীতে কোথাও তাদের অবস্থান জানান দিতে চাইলে আমরা শিক্ষার্থীরা শক্ত হাতে প্রতিরোধ করবো।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামান্না বলেন, এ বিষয়ে আমরা জানতাম না। আমাদের কেউ জানায়নি। আমি সকাল থেকে পুলিশ সুপারের অফিসে মিটিংয়ে ছিলাম।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ