এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজের সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে কিলিয়ান এমবাপের। কোয়ার্টার-ফাইনালের বাধা পার হতে পারলে শেষ চারে দেখা হবে রেয়াল মাদ্রিদ ও পিএসজির। তবে এখনই অত দূরে তাকাচ্ছেন না এমবাপে। রেয়াল তারকার ভাবনা কেবল শেষ আটের প্রতিপক্ষ আর্সেনালকে নিয়ে।
দুই লেগের কোয়ার্টার-ফাইনালে আগামী মাসে আর্সেনালের মুখোমুখি হবে রেয়াল। এই ধাপে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে পিএসজি।
রেয়াল ও পিএসজি নিজেদের ম্যাচ জিতলে সেমি-ফাইনালে দেখা হবে তাদের। সাত বছর পিএসজিতে কাটিয়ে গত গ্রীষ্মের দলবদলে রেয়ালে যোগ দেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে।
ফরাসি পত্রিকা ‘লু পারিজিয়াঁ’য় সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে শেষ চারে রেয়াল-পিএসজি লড়াইয়ে সম্ভাবনা নিয়ে প্রশ্নে এমবাপে তুলে ধরলেন গত মৌসুমের কথা।
“সবচেয়ে বড় ভুলটা হলো এই বিষয় নিয়ে ভাবা। এটা আমাকে গত বছরের কথা মনে করিয়ে দেয়, যখন সবাই ধরে নিয়েছিল পিএসজি-রেয়াল মাদ্রিদের ফাইনাল হবে। শেষ পর্যন্ত আমরা পারিনি। তাই আমি কেবল আমার দল রেয়াল মাদ্রিদ আর আর্সেনালের কথা ভাবছি, যারা কোয়ার্টার-ফাইনালে আমাদের প্রতিপক্ষ।”
“আমরা সব প্রতিযোগিতায় টিকে আছি। মৌসুমের এই শেষ অংশে আমাদের সামনে বড় কিছু অর্জনের সুযোগ রয়েছে। আমাদের সকল প্রাণশক্তি নিজেদের এবং সামনের ম্যাচগুলো জন্য নিবেদিত হওয়া উচিত। এই ধরনের অনুমান সাধারণ মানুষের ওপর ছেড়ে দেওয়া উচিত, যাদের উন্মত্ত হওয়ার বা অনুমান করার অধিকার আছে। আমাদের কাছে এর জন্য সময় নেই।”
গত মৌসুমে সেমি-ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগেই হেরে বিদায় নিয়েছিল পিএসজি। ফাইনালে ডর্টমুন্ডকে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল রেয়াল।
এসএস/টিএ