জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা বিভাগের গ্রুপ পর্বের এক ম্যাচে একাই চারশ করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম হাওলাদার। এক ম্যাচে ১৭০ বলে ৫০টি চার ও ২২টি ছক্কার মারে ৪০৪ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ৭৭০ রান করা দলটি ম্যাচ জেতে ৭৩৮ রানে। এটিই বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের সর্বোচ্চ রান।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিভাগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট গ্রেগরি হাই স্কুল। আগে ব্যাটিং করতে নেমে ক্যামব্রিয়ান স্কুল নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলে ফেলে ৭৭০ রান। এদের মধ্যে দুই ব্যাটার মিলে একাই তোলেন ৬৬০ রান। তাদেরই একজন মুস্তাকিম।
আরেক ব্যাটার সোয়াদ পারভেজ ১২৪ বলে ৩২ চার ও ১৩ ছক্কায় খেলেন ২৫৬ রানের ইনিংস। ৭২ রানে দুই উইকেট পতনের পর পারভেজ ও মুস্তাকিম মিলে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
৭৭১ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে গ্রেগরি হাইস্কুল ৩২ রানে অলআউট হয়। ৭৩৮ রানে জয় লাভ করে ক্যামব্রিয়ান স্কুল। রানের হিসেবে স্কুল ক্রিকেটে যা সর্বোচ্চ। গ্রেগরি স্কুলের একজন ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন- শেষ ব্যাটার অপূর্ব বাড়ই (১০)। বাকি ১০ ব্যাটারের মধ্যে সাত ব্যাটার রানের খাতা না খুলেই আউট হয়েছেন।
ক্যামব্রিয়ান স্কুলের বোলারদের মধ্যে হাসান হৃদয় ১১ রান খরচায় সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন। সোয়াদ পারভেজ নেন চারটি উইকেট।
এসএম/টিএ