২০২০ সালের ২৫ নভেম্বর, দিয়েগো ম্যারাডোনা পৃথিবী ছেড়ে চলে যান। তাঁর মৃত্যুর কারণ ছিল হৃদরোগ, তবে তিনি দীর্ঘদিন ফুটবল-রোগে ভুগছিলেন। চার বছর পর, তার মৃত্যুর পরবর্তী সময়ে শুরু হয়েছে অবহেলাজনিত কারণে তার মৃত্যুর বিচার।
মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন পুলিশ কর্মকর্তা লুকাস ফারিয়াস, যিনি ম্যারাডোনার মৃত্যুর দিন প্রথম ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, "ম্যারাডোনার কক্ষে কোনো চিকিৎসার সরঞ্জাম ছিল না!" এই বক্তব্যটি আদালতে বিস্ফোরক প্রমাণ হিসেবে উঠে আসে।
আর্জেন্টিনার সান ইসিদরো আদালতে চলছে সেই সাতজনের বিচার, যারা ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে ছিলেন। অভিযুক্তদের মধ্যে শল্যচিকিৎসক, মনোবিদ, নার্স এবং অন্যান্য চিকিৎসকরা রয়েছেন। তাদের অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যুর পর, এখন এই বিচার চলছে।
বিচারকরা জানান, যদি অভিযুক্তরা দোষী সাব্যস্ত হন, তাদের ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে। সরকারি কৌঁসুলিরা অভিযুক্তদের বিরুদ্ধে পেশাদারিত্বের ঘাটতি এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছেন, যা ম্যারাডোনার মৃত্যুর কারণ হতে পারে।
এসএস/টিএ