প্রকাশ্যে এলেন আমির-গৌরী

গত একবছর থেকে বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা, সব চর্চার অবসান ঘটিয়ে নিজের মুখেই প্রেমের কথা স্বীকার করেছেন এ অভিনেতা। সে প্রেমের খবর নিয়ে বেশ কয়েকদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এদিকে প্রেমের খবর জানাজানি হওয়ার পর প্রেমিকা গৌরী স্প্র‍্যাটের সঙ্গে প্রথম প্রকাশ্যে এলেন আমির খান।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ মার্চ) মুম্বইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পান ফটোগ্রাফাররা।

এসময় গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির। ক্যামেরার দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন। 

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। দূর থেকেই তাকে ভিডিওবন্দি করা হয়। যদিও গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি, নিজেকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতেই চেয়েছিলেন।

এদিন আমিরকে ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে একটি স্টাইলিশ প্রিন্টেড কুর্তায় দেখা যায় তাকে, অন্যদিকে গৌরীকে ধূসর ট্রাউজারের সঙ্গে একটি সুতির সাদা শার্টে দেখা গিয়েছে।

চলতি মাসের শুরুতেই আমির গৌরীর সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করে নেন। জানান, এক বছরেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে রয়েছেন। ১৪ মার্চ ৬০ বছরে পা দিয়েছেন এই সুপারস্টার। তার ঠিক আগের দিনই তিনি অনানুষ্ঠানিক মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে নিজের সঙ্গীকে সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এসএম/টিএ

Share this news on: