সাভারে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শরিয়তপুরের দুলাল খাঁ (৩৫) ও মনির খাঁ (৪০), পাবনার মিলন প্রামানিক (৩২), শরিয়তপুরের ইব্রাহিম (২৯) এবং নারায়ণগঞ্জের হাসান ওরফে হোসেন (২৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সাদা ও হলুদ রঙের পিকআপ, একটি রামদা, হাসুয়া, ছুরি, মার্বেল, গুলাইল, তালা ভাঙার সরঞ্জামসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকাতির প্রস্তুতিকালে জোড়পুল এলাকার লালন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফাঁকা জায়গা থেকে দুটি পিকআপ ভ্যানসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’