সালমানকে কেনো প্রত্যাহার করেছিলেন জুহি?

ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জ়ারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে নাম জড়িয়েছে অতীতে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান, সে খবরও ছড়িয়ে পড়ে। তার পর সেই জল্পনায় জলও পড়ে। এখন সালমান  ষাটের দোরগোড়ায়। বিয়ে করে সংসারী হওয়া হয়নি সালমানের। একাধিক প্রেম ভাঙার জন্য নিজেকেই দায়ী করেছেন অভিনেতা। অভিনয়জীবনের শুরুর দিকে অভিনেত্রী জুহি চাওলাকে খুব পছন্দ করতেন তিনি। সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন। কিন্তু সেই প্রস্তাব ফেরান অভিনেত্রী। কী কারণে? 

সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান করা মুখের কথা নয়! যদিও সম্পর্ক, প্রেম নিয়ে বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি। সালমান এবং জুহি একটিমাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তা-ও ঠিক একসঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির নাম ‘দিওয়ানা মাস্তানা’। ছবির শেষে ক্যামিয়ো চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দু’জনে আর কোনও ছবিতে একসঙ্গে কাজ করেননি।

জুহিই নাকি সালমানের সঙ্গে কাজ করতে চাননি। দেখা হলে এমন ভাবে তাকাতেন যেন তিনি নায়ককে চেনেনই না। এমনই দাবি করেছেন স্বয়ং ভাইজান। বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, জুহি ‘মিষ্টি’ মেয়ে। তাঁকে শ্রদ্ধা করেন। এক অনুষ্ঠানে এসে বলেছিলেন, ‘‘জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো ওঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম ওঁর বাবার কাছে।’’ যদিও জুহির বাবা সে প্রস্তাব নাকচ করে দেন।

কেন সালমানের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? তার জবাবও সালমান নিজেই জানিয়েছিলেন। তিনি বলেন, ‘‘আমি হয়তো ওঁর চাহিদার সঙ্গে মানানসই ছিলাম না। আমার তেমনই মনে হয়। জানি না, কী চাইছিলেন তিনি।’’ জুহিকে নিয়ে তেমন কোনও বিতর্ক নেই বলিউডে। শিল্পপতি জয় মেহতার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। এক পুত্র এবং এক কন্যা রয়েছে তাঁদের।  

এসএন 

Share this news on:

সর্বশেষ