দেশের শিল্পীদের পাশাপাশি পাকিস্তান ও ভারতীয় শিল্পীদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘ফোর্স’। এই ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন আসিফ ইকবাল জুয়েল।
তিনি জানান, এপ্রিলে ছবিটির শুটিং শুরু করবেন, মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে।
‘ফোর্স’ ছবির নায়ক হলেন দিদার। তিনি বাংলাদেশের। এতে নায়িকা থাকছেন পাকিস্তানের জারা আহমেদ। ইতোমধ্যে চুক্তিবদ্ধ করা হয়েছে নায়িকাকে। এক ভিডিওবার্তাও দিয়েছেন পাকিস্তানি মডেল জারা। বলেছেন, তিনি উচ্ছ্বসিত যে বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন।
পরিচালক জুয়েল জানান, ভারতীয় অভিনেতা রাহুল দেবকে সোমবার (১৭ মার্চ) চুক্তিবদ্ধ করেছেন। তিন দেশের শিল্পী নিয়ে এ ছবিটি নির্মিত হবে।
এর আগে নিরব, বুবলী ও রোশানকে নিয়ে চোখ ছবি বানিয়েছিলেন আসিফ ইকবাল জুয়েল। ‘ফোর্স’ হতে যাচ্ছে তার দ্বিতীয় ছবি।
তিনি বলেন, ‘১৫ এপ্রিল থেকে শুটিং শুরু হবে। টানা একমাস শুটিং হবে। শুটিং ও এডিটিং একসঙ্গে চলবে। বর্তমানে মিউজিকের কাজ চলছে। জারা আহমেদ ও রাহুল দেবকে ‘ফোর্স’-এর টিজার স্ক্রিপ্ট পাঠাই। তারা সবকিছু পছন্দ করেন। এটি পুরোপুরি অ্যাকশন বেইজ ছবি। তিন দেশের শিল্পীদের নিয়ে বড় আয়োজনে ফোর্স করতে যাচ্ছি। জানি কাজটি করা অনেক চ্যালেঞ্জের হবে। আমার বিশ্বাস এতে ফোর্স টিম সফল হবে।’
আরএ/এসএন